হেদায়েত হুট করেই আসে আমি বিশ্বাস করি। হুট করেই একদিন ভেতর থেকে ডাক আসে আপনার রব যেন আপনাকে বলছে - অনেক হয়েছে, অনেক ছুটেছিস, নিজের উপর জুলুম করেছিস! এবার একটু থাম! হুট করেই দেখবেন আপনার চারপাশটা ভর্তি থাকার পরও আপনার ভেতরটা কেমন খালি খালি লাগছে!! শুধু আল্লাহর সান্নিধ্যেই এই শুন্যতা পূর্ণতা পায় আর আফসোসে বুক ভরে আসে এত্তদিন কোথায় ছিলাম!! কি করেছি! কি মিছে মায়ায় ভুলেই না ছিলাম!!
তারপর আসে আসল সংগ্রাম। নিজের নফসের সাথে চারপাশের সাথে!! চাইলেই কি এত্তদিনের পাপ এত্তদিনের কর্ম আপনার পিছু ছাড়বে?? এক এক করে সব ছেড়ে বেরিয়ে আসা নিজের সাথে নিজের মস্ত যুদ্ধ!!! যুদ্ধে জয়ী হয়ে তবেই না আপনি পাবেন আপনার রব কে। পাবেন আপনার রবের সান্নিধ্যের তৃপ্তি। পাবেন খুঁজে আপনার আসল অস্তিত্ব।