তাহাজ্জুদের নামায ছাড়তে ছাড়তে আমাদের অভ্যাস এমন হয়েছে—ঘুমাই-ই এই নিয়তে, উঠে ফজর পড়ব। তাহাজ্জুদের কোনো এরাদা-ই থাকে না।অথচ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি বিছানায় এসে এই নিয়ত করে যে, সে রাত্রে উঠে (তাহাজ্জুদের) নামায পড়বে, অতপর নিদ্রা তার ওপর প্রভাব বিস্তার করে ফেলে—এমনকি ভোর হয়ে যায়; তার জন্য তার নিয়ত পরিমাণ পুণ্য লিখে দেওয়া হয়। আর তার ঘুম হয় রাব্বের পক্ষ থেকে পুরস্কার।”[১]খেয়াল করেছেন—নিয়তের কারণেই সওয়াব দেওয়া হচ্ছে। আর আমরা নিয়ত করতেই রাজি না। চলুন আজ থেকে তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাই। নিয়তের বাস্তবায়নের জন্য তাহাজ্জুদের টাইম ধরে এলার্ম সেট করি। এরপর না পারলে আল্লাহপাক সওয়াব দিবেন অবশ্যই। মনে রাখবেন, ফরয সালাতের পর সবচেয়ে ফযিলতপূর্ণ সালাত তাহাজ্জুদ। [১] সুনানুন নাসাঈ, হাদিস–১৭৮৮
