দুনিয়ায় একজন মানুষ জন্মের পর থেকে অনেকগুলো ধাপ অতিক্রম করে। শিশুকাল, বাল্যকাল, কিশোর, তরুণ...এভাবে চলতে চলতে একসময় বৃদ্ধ বয়সে উপনীত হয়। কারও মৃত্যু আগেই চলে আসে, কারও-বা পরে। কিন্তু আমরা দেখি, বর্তমানে অধিকাংশ মানুষ বৃদ্ধ বয়সে উপনীত হবার আগেই দুনিয়া ছেড়ে বিদায় নেয়।
.
আমাদের কত বন্ধুবান্ধবই না আজ কবরে শুয়ে আছে, যারা ভেবেছিল শেষ বয়সে এসে তাওবাহ করবে। কত যুবতীর দেহই না মাটি খেয়ে ফেলেছে, যারা ভেবেছিল তাদের এই যৌবন ফুরাতে আরও দেরি আছে। কত সম্পদশালী, কত ক্ষমতাসীন ব্যক্তিই না আজ ভূগর্ভে হারিয়ে গেছে।
.
হ্যাঁ, দুনিয়াতে তাদের কোনো চিহ্ন নেই, কোনো আওয়াজ নেই আর। কিন্তু পরকালে তারা এখনও আছে। দুনিয়ার জীবনের মতো পরকালেরও কয়েকটি ধাপ আছে। যে ধাপগুলোর মধ্য দিয়ে আমাদের সবাইকে যেতে হবে। সেই ধাপগুলো পার্থক্য করে দেবে, কে প্রকৃত সফল, কে ব্যর্থ। কে মুমিন, কে মুনাফিক। পরকালের স্টেশন। এ থেকে পালাবার জো নেই।
.
বোঝার সুবিধার্থে পরকালের স্টেশন নিয়ে আমরা একটি ম্যাপ তৈরি করেছি। দেখুন, আপনার স্থান এখন কোথায়। ভাল করে দেখুন, কোন দিকে যাচ্ছে আপনার জীবন। আপনার বর্তমান অবস্থা নিয়ে ভাবুন, কোন পথে ব্যয় হচ্ছে আপনার জীবন।
.
ألا إنَّ سلعةَ الله غاليةٌ، ألا إنَّ سلعةَ الله الجنةُ
'..জেনে রেখো, আল্লাহর পণ্য বড় দামী। শোনো, আল্লাহর পণ্য হলো জান্নাত।' [তিরমিযী (২৪৫০), আবু হুরাইরা, সূত্র: মারফু]
